ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আওতাধীনে থাকা জলমহালটি অবৈধভাবে ভোগ দখল করছেন বলে দই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মোঃ সুনু মিয়া, দুলাল মিয়া গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সিমানার গাজিরকুল দাগ নং ১, ৫, ৬, ৭, ৩৫, পরিমান ১.৬৮ একর। এই জলমহালটি যতটুক সিমানা এর চেয়ে অধিক সিমানিয় অতিক্রম করে দোস্তপুর মৌজা, দাগ ২৬২, ২৬৩ নং দাগে এসে ওই জলমহালটির ইজারাপ্রাপ্ত না হয়েই অবৈধভাবে দখলে নিয়ে সেখানে তার লোকজনদের দিয়ে মাছ শিকার করে আসলে সৈয়দপুর ও তেঘরিয়া গ্রামবাসীর কয়েকজন নিষেধ করলে তারা জোরপূর্বক মৎস্য আহরণ করে এবং হুমকি দেয়। এ ঘটনায় গত ২২ জুলাই সৈয়দপুর (পূর্ব নোয়াপাড়া) গ্রামের সৈয়দ শরীফ আহমদ (রুহুল) জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এর পূর্বে গত ১৭ জুলাই রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের সুনু মিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে গাজিরকুল ডরে তার মৎস্যচাষীদের উপর অতর্কীত হামলার অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেন। সৈয়দ শরীফ আহমদ (রাহুল) জানান, উল্লেখিত দুইটি অভিযোগ তদন্তে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের লোক উপস্থিত হয়ে অবৈধ এসব দখল মুক্ত করা হয়েছে। এবং ছাত্রনেতা শামসুল ইসলাম জাবিরের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা প্রমানিত হয়।


জগন্নাথপুরে জলমহাল অবৈধভাবে ভোগ দখল মুক্ত
২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন|
পোস্টটি ১১৪৩ বার পড়া হয়েছে








