ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে লুপা রাণী দাশ (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রাম থেকে পুলিশ ওই গৃহবূধর লাশ উদ্ধার করেছে। লুপা রাণী দাশ কলকলিয়া গ্রামের সৌরভ দাশের স্ত্রী।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই কবির আহমদ সহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।










