ডেস্ক রিপোর্ট :: দল যদি মনোনয়ন দেয়, আমি ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট-৩ আসনে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে চাই। আর মনোনয়ন না পেলেও সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই। যেকোনো মূল্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী স্কুল পরিদর্শনকালে তিনি অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের সময় তাদের প্রতিষ্ঠানের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহনের আশ্বাস প্রদান করেন। এম এ মালিক বলেন, ‘শিক্ষার উন্নয়ন আমাদের দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য। এই অঞ্চলের মেয়েরা শিক্ষায় অনেক এগিয়ে গেছে, ছেলেদেরকেও এগিয়ে নিতে হবে। তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নানা দাবি-দাওয়া নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।’ এম এ মালিক আরও বলেন, ‘এই তেতলি ইউনিয়ন থেকেই আগামী দিনে জাতীয় পর্যায়ের নেতৃত্ব জন্ম দেবে। দেশের উন্নয়নে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি সবাইকে একজোট হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, নিশ্চিতপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ১৫ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


যেকোনো মূল্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : এম এ মালিক
২৪ অক্টোবর ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন|
পোস্টটি ১১৬৮ বার পড়া হয়েছে








