নিজস্ব প্রতিবেদক :: দুই ছাত্রনেতার দ্বন্দ্বের বিষয়টি মিমাংশা করার জন্য অনুষ্ঠিত সালিশ থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই জের ধরে বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কালীগঞ্জ বাজারে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা সংগঠিত হয়েছে। এসময় একটি প্রাইভেট কার’সহ বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কারও নাম প্রকাশ করেননি উভয় পক্ষের লোকজন। এরপর খবর পেয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


দুই ছাত্রনেতার দ্বন্দ্বের জেরে প্রাইভেট কার-দোকান ভাংচুর
২৪ অক্টোবর ২০২৫, ২:১৭ পূর্বাহ্ন|
পোস্টটি ১৭৯ বার পড়া হয়েছে








