ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই, শান্তিগঞ্জ তিন উপজেলা’র সংযোগ স্থল জগন্নাথপুর উপজেলার তেলিকোনা ও দিরাই উপজেলার হোসেনপুর বাজার (চন্ডিডর) ত্রিমহনায় মহাসিং নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন উপজেলার লাখ লাখ মানুষ। সরাসরি সেতু না থাকায় স্থানীয়দের ভরসা খেয়া নৌকা। এতে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পারাপার করতে হয় তিন উপজেলার লাখ লাখ মানুষকে। “তিন উপজেলার স্বপ্ন একটাই ব্রিজ” অঙ্গীকার নয়, বাস্তবায়ন চাই, ত্রিমোহনা ব্রীজ চাই” ভোগান্তি নয়, সমাধান চাই মহাসিং নদীতে ব্রীজ চাই” এই দাবি নিয়ে তিন উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ২টার দিকে হোসেনপুর বাজার এলাকায় জগন্নাথপুর, দিরাই, শান্তিগঞ্জ তিন উপজেলা’র সংযোগ স্থল (চন্ডিডরে) ব্রীজ চাই এই দাবিতে তিন উপজেলার যুব সমাজের আয়োজনে মুফতি সিরাজুল ইসলাম ও মকবুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মামুনুর রশিদ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বৃন্দের পক্ষে সজ্জাদ আলী, আমিরুল ইসলাম, ইসমে আজম শিহাব, মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য নুর আলম, লায়েক আহমদ, শাহিনুর পাশা, শাহ আজিজ, প্রবাসী শিমুল চৌধুরী, আব্দুল হালিম, সালেহ আহমদ খান কুতুব প্রমূখ। এ সময় তিন উপজেলার সর্বস্তরের মানুষ বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থার কারণে দেশ উন্নয়ন থেকে বঞ্চিত তিন উপজেলার মানুষ। নদী পারাপারের ঝামেলায় পড়তে হয়। শিক্ষার্থীরা খেয়া নৌকায় পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। নদীতে পরে স্কুলের একজন শিক্ষকও মারা যান। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তাহীনতার কারণে স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করেন। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া এখানকার মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও তৈরি হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের প্রতি জোর দাবি, জগন্নাথপুর উপজেলার তেলিকোনা ও দিরাই উপজেলার হোসেনপুর বাজার (চন্ডিডর) ত্রিমহনায় মহাসিং নদীর ওপর দ্রুত সেতু নির্মাণ করা হোক। দেশ এগিয়ে গেলেও এই তিন উপজেলার হাওর পাড়ের মানুষ ৫০ বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই সেতু নির্মাণ করা হলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে উন্নয়ন হবে। সরাসরি বিভাগী শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ এবং ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার সুবিধা পেলে বদলে যাবে এই তিন উপজেলার মানুষের জীবনযাত্রার মান।


জগন্নাথপুরে একটি সেতুর অভাবে দুর্ভোগে তিন উপজেলার লাখ লাখ মানুষ, সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন
২৩ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন|
পোস্টটি ১১৬৩ বার পড়া হয়েছে








