০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

  • Update Time : ১১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‍্যালী প্রদক্ষিণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার তারেক জামিল অপু, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক নোবেল, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও আবু সাইদ, বিএনপি নেতা মহির উদ্দিন, ফরিদ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের ইজিবাইক চালক ও সিএনজিচালিত অটোরিকশা চালক ও পরিবহন শ্রমিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়ক দূর্ঘটনা রোধে মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক-অটোরিকশা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউএনও সুকান্ত সাহা। এছাড়া সিএনজি চালিত অটোরিকশার ডান পাশে যাত্রী উঠানামা নিষিদ্ধ এবং লোহার শিকল দিয়ে ডান পাশের উঠানামার পথ বন্ধ করে দেওয়ার জন্য চালকদের ১০ দিন সময় বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা না মানা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনী ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারিও দেন ইউএনও। এসময় উপস্থিত চালকদের ট্রাফিক আইন মানা, চালক ও গাড়ির লাইসেন্স করা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং ন্যায্য ভাড়া নিতে নির্দেশনা দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

Update Time : ১১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‍্যালী প্রদক্ষিণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার তারেক জামিল অপু, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক নোবেল, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও আবু সাইদ, বিএনপি নেতা মহির উদ্দিন, ফরিদ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের ইজিবাইক চালক ও সিএনজিচালিত অটোরিকশা চালক ও পরিবহন শ্রমিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়ক দূর্ঘটনা রোধে মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক-অটোরিকশা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউএনও সুকান্ত সাহা। এছাড়া সিএনজি চালিত অটোরিকশার ডান পাশে যাত্রী উঠানামা নিষিদ্ধ এবং লোহার শিকল দিয়ে ডান পাশের উঠানামার পথ বন্ধ করে দেওয়ার জন্য চালকদের ১০ দিন সময় বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা না মানা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনী ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারিও দেন ইউএনও। এসময় উপস্থিত চালকদের ট্রাফিক আইন মানা, চালক ও গাড়ির লাইসেন্স করা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং ন্যায্য ভাড়া নিতে নির্দেশনা দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ