আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





ধোপাজানে বিআইডবিøউটি এর ভিটবালি উত্তোলন কার্যাদেশ বাতিলে বিক্ষোভ সমাবেশ

আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জে ইজারা প্রথা বাতিল করে সরকারিভাবে বালি পাথর মহালে সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করত: বারকি শ্রমিকদের কর্মের ব্যবস্থা করা ও ড্রেজার বোমার আগ্রাসন বন্ধ এবং ধোপাজান চলতি নদিতে বিআইডবিøউটি’ র আইনের ব্যত্তয় করে ভিটবালি উত্তোলনের অন্যায় কার্যাদেশ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর বাজারে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, প্রবীণ বারকি শ্রমিক নাসির উদ্দীন প্রমূখ। সমাবেশে বক্তারা রাতের বেলা ডলুরা টু মইনপুর গ্রামের পাকা রাস্তা দিয়ে বিভিন্ন পিকআপ ভ্যান ও ট্রাক লরীযোগে এবং চলতি নদী হতে সুরমা নদীর মধ্যে দিয়ে ধোপাজান নদীর খনিজ বালি ও পাথর লুটতরাজ বন্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ