আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সম্মানে মানুষ বড় হয় ক্ষমায় ক্ষতি নয়

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

হিংসা করে কেউ বড় হতে দেখিনি,
ধ্বংস হতে দেখেছি রুকুনি,
জ্ঞান গর্ব কথা বলে কি হবে যদি বুঝিনি,
নিজের মাঝে বিদ্যমান দেখিনি।

কিছু লেবাসধারীদের দ্বারা সমাজের বড় ক্ষতি হয়, লেবাসধারী দ্বারা যার ক্ষতি হল তার বিজয় নিশ্চয় হয়।

সাময়িক লাভের জন্য হিংসায় মত্ত রয়,
লাভের পরক্ষণে যখন ক্ষতিতে নিমজ্জিত হয়, আফসোস আক্ষেপ ছাড়া আর কিছু নয়।

সম্মানে মানুষ বড় হয় ক্ষমায় ক্ষতি নয়,
হিংসায় ধ্বংস হয় ইতিহাসে কয়,
কি হবে দুনিয়ায় কেহ চিরস্থায়ী নয়।

যার জন্য করবে চুরি সে বলবে চোর,
তুমিত চোরা কিসের বাহাদুর,
সময় থাকতে কর আরাদনা মাফ পাবে বেকসুর।

ধৈর্যের ফল সুমিষ্ট হয় গুণীজন কয়,
ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস না থাকিলে ঈমান ধ্বংস হয়।

লেখক:- কাজী ও সাংবাদিক, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, মেবাঃ 01748-800719

এখানে ক্লিক করে শেয়ার করুণ