ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জামে মসজিদের নাম নিয়ে এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। জামে মসজিদের নাম নিয়ে দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের হুমকিতে অপর পক্ষে থানায় অভিযোগ দায়ের পর মসজিদের নাম ভাংচুর করা হয়। জানা গেছে, শুক্রবার ১৭ অক্টোবর জুম্মার নামাজের পর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও জামে মসজিদের বতমান নাম কান্দারগাও পরিবর্তন করে মুজিব নগর করার জন্য কিছু লোক প্রস্তাব করলে মুসল্লিদের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে অবশেষে আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে প্রস্তাবকারিরা “কান্দারগাও জামে মসজিদ” নামক নেমপ্লেট ভেঙ্গে দেওয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মসজিদের মুসল্লিরা জানান, আমাদের “কান্দারগাও জামে মসজিদ” নামে এই মসজিদে আমাদের বাপ, দাদা, আমরাও মসজিদে নামাজ পড়ে আসছি। হঠাত করে কয়েকজন লোক তারা জামে মসজিদের নাম পরিবতন করতে বিরোধ সৃষ্টি করছে। এ ব্যাপারে সচেতন ব্যাক্তিরা এগিয়ে আসার আহবান জানিয়ে মুসল্লিরা বলেন যারা মসজিদের নাম ভেঙ্গে দিয়েছে তাদের শাস্তি চাই। এ ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করেছি। জামে মসজিদের পূর্বের নাম ভেঙ্গে দেওয়ার ঘটনা সত্য।


জগন্নাথপুরে মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুপক্ষের বিরোধে ভাংচুর
১৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন|
পোস্টটি ১১৬০ বার পড়া হয়েছে








