ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামে দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের গ্রামের বাড়িতে গিয়ে আমিনুল হক এসব কথা বলেন। এ সময় তিনি দুই ক্ষুদে ফুটবলারের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। আমিনুল হক বলেন, তাদের লেখাপড়া ও খেলাধুলায় অগ্রযাত্রার সার্বিক দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, মো. আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জগন্নাথপুরে দুই প্রতিভাবান খুদে ফুটবলার পাশে বিএনপি
১৭ অক্টোবর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন|
পোস্টটি ১৩০৭ বার পড়া হয়েছে








