জগন্নাথপুরে ওয়ার্ড ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার কাতিয়া- পূর্ব কাতিয়া গ্রামের বিএনপি নেতা আবু সাইদ’র বাড়িতে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফাহমিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। পাইলগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, ছাত্রদল নেতা সজিব আলী, ইলিয়াস আহমদ প্রমূখ। এ সময় মাহিয়ান আহমদ, সোহাগ আহমদ, ফয়জুল ইসলাম, ময়নুল আহমদ, নাহিদ আহমদ, নিহাদ আহমদ, সাব্বির আহমদ, তাহের মিয়া সহ ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী পরিচিতি সভায় উপস্থিত ছিলেন।

























