ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের (মুফতি ওয়াক্কাস) অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত কাউন্সিল বাস্তবায়ন কমিটির মাওলানা ওয়েছ আহমদ, সুনামগঞ্জ ছাত্র জমিয়তের আহবায়ক ছাত্র নেতা সুহাইল আহমদ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহমেদ মারজান, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সদস্য সচিব আখতার হুসাইন ও শান্তিগঞ্জ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসারসহ আরও অনেকে৷ এসময় জমিয়তের বিভিন্ন ইউনিটের৷ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জয়নাল আবেদীন সুনামগঞ্জে জমিয়তের গণজাগরণের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে সুনামগঞ্জী জমিয়ত কর্মীদের তালহা আলমের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এবং সংঘটনিক তৎপরতার প্রশংসা জানান। শতবর্ষী কাফেলা জমিয়তে যেন আগামী দিনে শুধু সংসদ নয়, প্রতিটি স্তরে যেন জনপ্রতিনিধি সৃষ্টি হয় সেদিকে নবনির্বাচিত কমিটিকে খেয়াল রাখতে বলেন। উল্লেখ্য যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন জগন্নাথপুর পৌরসভায় অনেক জনহিতকর কাজ করে আসছেন এবং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী।