ইজতেমা সূত্রে জানা যায়, এবারই প্রথমবার টঙ্গী ময়দানে তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে শুরায়ি নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ি নিজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে। মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন বলেন, শুরায়ি নিজাম অনুসারী তাবলিগ জামাত এবার দুই পর্বে বিশ্ব ইজতেমা করবে বলে শুনেছি। এদিকে সাদপন্থিদের ইজতেমা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো চিঠি আমরা হাতে পাইনি।


তিন পর্বে বিশ্ব ইজতেমা, দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ
২৫ জানুয়ারি ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন |
পোস্টটি ৯৬ বার পড়া হয়েছে






