ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে। থানা পুলিশের অভিযানে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মৃত এবারত উল্লার ছেলে মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির মামলার আসামী যুবলীগ নেতা জাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এদিকে উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান-ফাতেমাপুর গ্রামের মনোফর আলীর ছেলে চোর সিন্ডিকেটের সদস্য শমসের আলীক (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (২৪ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।