ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাক্ষনগাও) গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গ্রামের বাবু মিয়া ও হোসাইন আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলছিল। শনিবার বিকেল ৩টার দিকে গ্রামের নতুন মাদ্রাসায় মতবিরোধ বিষয় নিয়ে বাবু মিয়ার লোকজন বৈঠকের ডাক দিলে অপর পক্ষ হোসাইন আহমদ মাদ্রাসায় বৈঠক না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে সালিশি ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সিরাজুল ইসলাম (৫০), তাজুরুল ইসলাম (৪০), আব্দুল লতিফ (৪৮), আশিক মিয়া (২৫), সুহেব আহমদ (৩০), মুসতাকিন আহমদ (২৫), নাহিদ মিয়া (২৩), রাজু মিয়া (৩৮), মনির মিয়া (৩২), আতাউর রহমান (৪৫), আইন উদ্দিন (৪০), সুহান আহমদ (২০), সাকিল আহমদ (২৫), আকিকুর রহমান (৩৩), ফয়েজ উদ্দিন (২০), শরিফ উদ্দিন (১৮)। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
১২ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন|
পোস্টটি ১২৫৭ বার পড়া হয়েছে








