ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়াড়ী ও সিআর মামলার পলাতক আসামীসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৯ জুয়াড়ী হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), মৃত আফিজ উদ্দিনের ছেলে মোঃ আমির হোসেন (৪০), রমাপতিপুর গ্রামের মৃত ইসকার উল্লাহর ছেলে সাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে নজমুল ইসলাম (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তইফ উল্লাহর ছেলে আহাদ মিয়া (৫৪), মৃত কাছাই মিয়ার ছেলে সাইদ মিয়া (৪০), মৃত সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৬), মৃত কনাই মিয়ার ছেলে মোঃ ছয়দুল ইসলাম (৪০), মৃত মোছাদ্দর আলীর ছেলে আলী আহমদ (৩০)। এদিকে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর) দক্ষিণপাড়া) গ্রামের মৃত দিলদার মিয়ার ছেলে সিআর- ১৪০/২৪ (জগঃ) এর পলাতক আসামী মোঃ আবুল কাসেম (৪০)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বুধবার (২২ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।