আজ, , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের «» আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি «» সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত করুন: ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত থেকে লড়তে সৈয়দ তালহা আলমের স্পষ্ট দাবি «» এক কাপ চা’ই জীবিকার আশ্রয়, বলপ্রয়োগে টং দোকান ভাঙায় পথে বসেছে বাচ্চু «» আগেও কর্মী ছিলাম, আগামীতে কর্মী হয়েই কাজ করতে চাই- কয়ছর এম আহমদ «» জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন «» সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো «» জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন «» ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির





জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীসহ পৃথক অভিযানে গ্রেফতার- ৪

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে মাদক ব্যবসায়ীসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই দিপংকর হালদারের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাবেদ আলী (২৫) ও উপজেলার যাত্রাপাশা গ্রামের ধীরেন গোপের ছেলে শিপন গোপ (২২)কে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

এদিকে জগন্নাথপুর থানার এসআই নুর উদ্দিন আহমদ, এসআই রিফাত সিকদার সহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খাগাউড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল হামিদ (৪১), উপজেলার নোয়াগাঁও গ্রামের রফু মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জুবেদ মিয়া (৩২)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ