ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে বিশ্বনাথ বাসিয়া ব্রিজ ও থানার গেইটের সামনে এ ঘটনা ঘটে। সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপরসনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী চলে এ ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। তবে তাৎকক্ষনিক বাকি আহতদের নাম জানা যায় নি। এসময় বিশ্বনাথ নতুন বাজার-পুরান বাজারের সবকটি দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। থানার গেইটও বন্ধ ছিল। পরে থানার পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ এসে দুইপক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপরসনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ূন কবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনা দেখা দেয়। পরে বিকেলে হুমায়ুন কবির উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। আর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতুতে মিছিলের সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির ফিরে যাওয়ার পরে হঠাৎ রাত ৯টার দিকে দুইপক্ষের সমর্থকের আবার উত্তেজনা শুরু হয়। লুনা বলয়ের সমর্থকরা বিশ্বনাথ নতুন বাজারে ও হুমায়ূন কবির বলয়ের সমর্থকরা পুরান বাজারে অবস্থান নেন। সাড়ে ৯টায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘন্টাব্যাপী দুপক্ষের ইটপাঠকেলে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎকক্ষনিক বাকি আহতদের নাম জানা যায় নি।


বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
১০ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন|
পোস্টটি ১১০৮ বার পড়া হয়েছে








