ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ব্যাংকে জমাকৃত টাকা তুলতে গিয়ে সারাদিন কাকুতি মিনতি করেও ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে জগন্নাথপুর এক্সিম ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীদের ব্যাংকের ভেতরে রেখে ক্ষুব্ধ এক গ্রাহক ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি নন্দিরগাঁও গ্রামের আব্দুস ছালিকের স্ত্রী স্বপ্না বেগমের অ্যাকাউন্ট থেকে তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ১০ লাখ ২৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলতে গিয়ে সারাদিন কাকুতি মিনতি করেও টাকা তুলতে পারেননি। পরে তিনি ক্ষুব্ধ হয়ে বিকেলে ৪টার দিকে ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন।
জগন্নাথপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে তালা খুলে দেন বলে জানা যায়।










