নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনায় শান্তিগঞ্জ থানার এসআই নভেল সরকার’র নেতৃত্বে একদল পুলিশের অভিযানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ছয়াহারা বাজার সংলগ্ন মৌগাঁওগামী পাকা রাস্তার উপড় থেকে মো. আবু হানিফকে ও সন্ধ্যা ৭ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে পুলিশের একদল অভিযান চালিয়ে মো. রুবেল মিয়া ও রাতে মো. শাহনেওয়াজ আলী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। জিআর-১১২/২০২৫ মামলার পরোয়ানাভূক্ত আসামী মো. আবু হানিফ কে গ্রেফতার করেছে পুলিশ। সে দরগাপাশা ইউনিয়নের হাসামপুর গ্রামের আবু হুরায়রার পুত্র। সিআর-৭১৫/২০২৫ (সোনারগাঁও) মামলার পরোয়ানাভূক্ত আসামী মোঃ রুবেল মিয়া কে গ্রেফতার করা হয়েছে। সে জয়কলস ইউনিয়নের ডূংরিয়া গ্রামের আ. ওয়াহাব এর পুত্র। জিআর-৬৮/২০২৫ (শান্তিগঞ্জ) এর ওয়ারেন্টভুক্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো. শাহনেওয়াজ আলী (১৬) কে গ্রেফতার করা হয়েছে। সে জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের আসকর আলীর পুত্র। শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল আহাদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে
জানান, আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শান্তিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার- ৩
৮ অক্টোবর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন|
পোস্টটি ১১৮৬ বার পড়া হয়েছে








