ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর উপজেলা সদরের মাদানিয়া মাদরাসার সামনে থেকে ‘তাওহিদী জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে পৌর শহরের বাসিয়া সেতুর মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা উগ্রবাদী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং এর পেছনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ও আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সত্ত্বেও পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে যারা উসকানিমূলক আচরণ করছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননা করে মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত করেছেন। তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলাদেশের তাওহিদী জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। যারা কোরআন ও নবী করিম (সা.) নিয়ে অবমাননাকর কাজ করেছেন, তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। সমাবেশে হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মতিন, জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মুফতি আল আমীন রাহমানী, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ, জামিয়া মোহাম্মাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাবীবুল্লাহ খান, জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, আল আশরাফ ছাত্র সংসদের জিএস আবদুল্লাহ বিন লিটন চৌধুরী, সাহিত্য সম্পাদক আবু হুরায়রা, ছাত্রনেতা নোমান আহমদ প্রমুখ।


নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ
৮ অক্টোবর ২০২৫, ২:০০ পূর্বাহ্ন|
পোস্টটি ১৬৫ বার পড়া হয়েছে








