সুনামগঞ্জে সুরমা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
- Update Time : ১০:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: উৎসব মুখর পরিবেশে হাজারো নেতাকর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহনে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত স্থানীয় হালুয়ারঘাট বাজারস্থ সুরমা নদীর পাড়ে প্রার্থী মনোনয়ন, কাউন্সিলরদের ভোট গ্রহন,ফলাফল ঘোষণা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ। উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার মোঃ আবিদুল হক। ইউনিয়ন বিএনপি নেতা আছকির মিয়ার সভাপতিত্বে সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈন খান ময়না, জেলা যুবদল নেতা জুনেদ আহমদ, সুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক হোসেন আলী, আকিল মিয়া,
ছাত্রদল নেতা একে সুমন ও সাইফুল ইসলাম রাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে ইউপি সদস্য ফিরোজ মিয়াকে সভাপতি ও শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের শাসনভার পরিচালনার পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রæতিবদ্ধ। আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে পরিচালনার পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়েছেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেইভাবে দলকে গতিশীল করতে চাই। ব্যক্তিবাদের বিরুদ্ধে বাঙ্গালী জাতিয়তাবাদের আদর্শে সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবাণ জানান তারা।

























