বিশ্বম্ভরপুরে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:৫৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্বম্ভরপুর উপজেলার উদ্যোগে সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর বাজারে উক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোঃ শুক্কুর আলীর সভাপতিত্বে এবং শরীফ হোসাইন মিজানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলার আহ্বায়ক এন.ডি উছমান গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব ও যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ। আলোচনা সভায় বক্তারা উপজেলা কমিটি গঠন, এলাকার নানান সমস্যাগুলো নিরসনের ব্যাপারে আলোচনা করেন। শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর উপজেলা কমিটি গঠনের আশ্বাস দেন।

























