জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন- মাওঃ শাহীনূর পাশা চৌধুরী
- Update Time : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ চরম সংকটকাল অতিক্রম করছে, প্রতিশ্রুত সংস্কারের কোন কাঙ্খিত অগ্রগতি নেই, পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান হয়নি, জুলাই -আগষ্ট বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা-স্বর্ভৌমোত্ব আজ ক্রান্তিলগ্নে। দুঃখের সাথে বলতে হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে আজ আমাদেরকে ৫ দফা দাবী নিয়ে রাজপথে নামতে হচ্ছে, অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫দফা দাবি বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জননেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা উমর ফারুক, জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহেল আমীন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক হা.মাওলানা মাহফুজুল আলম শামরান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ,
বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ শায়খ আহমদ মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, আশারকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।

























