ডেস্ক রিপোর্ট :: দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লাল-সবুজের কিশোররা ২-০ গোলে পরাজিত করেছে শক্তিশালী পাকিস্তান অনূর্ধ্ব-১৭ দলকে। শিরোপা নির্ধারণী মঞ্চে পৌঁছানোর পথে বাংলাদেশ শুরু থেকেই দারুণ ছন্দে ছিল। টুর্নামেন্টের গ্রুপ পর্বেই তারা অপ্রতিরোধ্য ছিল। নেপাল এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কাটে বাংলার ছেলেরা। অন্যদিকে, পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে রানার্সআপ হিসেবে শেষ চারে এসেছিল। এদিকে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার লড়াই থেকে। আগামী শনিবার শিরোপার জন্য মাঠে নামবে লাল-সবুজের তরুণ যোদ্ধারা।


পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন|
পোস্টটি ১২১৭ বার পড়া হয়েছে








