কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
চাপাবাজ তৈলবাজ চেহারায় সুন্দরবাজ,
এ দ্বারার লোকদের সংখ্যা নব্বইভাগ রব রব সাজ।
দশ ভাগ বিপাকে বাজদের মধ্যেখানে করে রান,
ঈমানী চেতনায় বদ্ধপরিকর বাজদের প্রত্যাখান।
বাজদের চেতনা রংবেরঙ তখন বেশ,
বুঝতে পারে যখন তখন শক্তি শেষ।
চোখে যখন ঝাপসা দেখবে,
পাশে তখন কাউকে নাহি পাবে।
সময় থাকতে বুঝরে মন,
রংবেরঙ জীবন কাটিয়ে কিছু পাবেনা তখন।
নিবিড় ভাবে ভাব কোন পথে হাটছ তন,
শেষ সময়ে কাঁদিয়ে কি আর হবে মন।
ভাবিলে সময়মত ভাবতে হয়,
ঈমানী চেতনায় হিংসা বিদ্বেষ কারো নাহি রয়।
দুনিয়ার লোভ লালসা আসল নয়,
ঈমানী চেতনায় ঠিকে থাকায় ঈমানদার হয়।
লেখক: কাজী ও সাংবাদিক