ইয়াকুব মিয়া :: নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’এই প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। রোকেয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা ফটক থেকে র্যালি বের হয়ে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা হক কলি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, জমিয়ত নেতা মাওলা হাসমত উল্লাহ খান, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক আমিনুল হক শিপন, জগন্নাথপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক অনু মিয়া, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, আব্দুল হক, মাম্বাদুল হক চৌধুরী রাসেল, প্রশিক্ষণার্থী প্রিয়া দাস প্রমূখ। সভা শেষে ৩ টি ক্যাটাগরিতে ৩ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী লাভলী রানী দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়ানো রোজিনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদাননে ইয়ারুন নেছা
জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
৯ ডিসেম্বর ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন |
পোস্টটি ১৮৮ বার পড়া হয়েছে