ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ,
সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক সানোয়ার হাসান চুনু, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, হাফিজ মাওলানা মুহিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, জমিয়ত নেতা মাওলানা হাসমত উল্লাহ খান, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক ইয়াকুব মিয়া, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, আব্দুল হক, মাম্বাদুল হক চৌধুরী রাসেল, সাংবাদিক আমিনুল হক শিপন, মাওলানা ফখর উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।