আজ, , ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





ইতালির ইউনিভার্সিটিতে ফ্রি ফেলোশিপ, মাসে পাবেন ৩ লাখ টাকা ভাতা!

ডেস্ক রিপোর্ট :: ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫ বা ১০ মাসের ফেলোশিপ দেয়। ‘পলিসি লিডার ফেলোশিপ’-এর আওতায় এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ২৫০ শব্দে সংক্ষিপ্ত জীবনী, সর্বোচ্চ ১০০০ শব্দে মোটিভেশন লেটার ও সর্বোচ্চ ২৫০০ শব্দে কাজের পরিকল্পনা লিখতে হবে। ফেলোশিফের সুযোগ-সুবিধা: মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে ২ হাজার ৫০০ ইউরো মিলবে। (১ ইউরো সমান ১২৬ টাকা ৫২ পর্যসা ধরে বাংলাদেমি মুদ্রায় মিলবে ৩ লাখ ১৬ হাজার ৩০০ টাকা। ৭ ডিসেম্বর সন্ধ্যার হিসাবে।)

স্বাস্থ্যবিমা মিলবে;

পারিবারিক ভাতা প্রদান করবে;

 

 

সন্তানদের জন্য ভাতা ২০০ ইউরো প্রতি মাসে

যাতায়াতের জন্য বিমানভাড়া

 

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

সব জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন

 

 

সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি ও বেসরকারি সংস্থায় ক্যারিয়ার শুরু করতে আগ্রহী প্রার্থীদের সুযোগ

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোয়েফল/আইইএলটিএস/টোইক/সিএই/বিইসি);

 

প্রয়োজনীয় কাগজপত্র: 

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি: সর্বোচ্চ ৩ পৃষ্ঠা);

সংক্ষিপ্ত জীবনী (সর্বোচ্চ ২৫০ শব্দ);

 

 

মোটিভেশন লেটার (সর্বোচ্চ ১,০০০ শব্দ);

দুটি রেফারেন্স লেটার;

কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ);

 

 

সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্রের অনুলিপি;

আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ।

আবেদন যেভাবে

 

 

* আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। * আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ