ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিসের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) জগন্নাথপুর খেলাফত মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মীসভা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন হাফিজ মাওলানা জামিলুল হক আমিনীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মারুফ আহমদ খোকন। উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারন সম্পাদক মাওলানা দবির আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সুহেল চুনু, উপজেলা খেলাফত মজলিসের সাবেক সাধারন সম্পাদক মাওলানা ইসমাঈল হোসেন সৌরভ, ইসলামী যুব মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি মর্তুজা বিন আফরোজ, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম প্রমূখ। কর্মীসভা শেষে খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিস আয়োজিত কেন্দ্রীয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।
জগন্নাথপুরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
৮ ডিসেম্বর ২০২৪, ৯:৪২ অপরাহ্ন |
পোস্টটি ৮২ বার পড়া হয়েছে