আজ, , ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মদসহ সাবেক ইউপি সদস্যের স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেক :: মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে ১৬০লিটার চোলাই মদসহ রাহেনা খাতুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জে। শনিবার উপজেলার জলসূখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর রাহেনা খাতুনের বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় বসতঘরের মাটির নিচে থাকা প্লাস্টিকের ড্রাম ভেতর থেকে বেশ কয়েকটি পলিথিনে মোড়ানো ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে। আটককৃত রাহেনা খাতুন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবি উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রাহেনা খাতুন ও তার স্বামী লুৎফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ