নিজস্ব প্রতিবেদক :: ২০২৪-২৫ অর্থ বছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার আস্তমা গ্রাম সংলগ্ন মহাসিং নদীর পাড়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি করেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। শুনানির সময় উপস্থিত কৃষকদের মতামতের ভিত্তিতে প্রকৃত কৃষক প্রকল্পের জন্য আবেদন করেছেন কি না তা নিশ্চিত হন তিনি। অন্যান্য বছর যারা বাঁধের ভালো কাজ করেন নি তাদেরকে এ বছর প্রকল্প দেওয়া হবে না বলে জানিয়েছেন। এসময় বেরি বাঁধের কাজ যথা সময়ে সম্পন্ন করার তাগিদ দেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন ইউএনও সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী, পাওবো কর্মকর্তা (এসও) আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, সমাজকর্মী সিরাজ মিয়া, নূরুল ইসলাম, আঙ্গুর মিয়া, রাজা মিয়া, হাসান মাহমুদ তারেক, জিল্লুর রহমান, পুষ্প বেগম, মসকু মিয়া, অজিত দাশ, জসিম উদ্দিন, ইউপি সদস্য খলিলুর রহমান খলিল, আজাদুল হক, রঞ্জিত সূত্রধর, লিটন মিয়া, কৃষক আজিমুল হক, খিদির আহমেদ, জুনেদ আলী, জসিম উদ্দিন, সম্রাজ মিয়া, আবদুল আলীমসহ দেখার হাওরপাড়ের কৃষক ও সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যবৃন্দ। উল্লেখ্য, এ বছর শান্তিগঞ্জ উপজেলায় ৬০টি প্রকল্পের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
শান্তিগঞ্জের দেখার হাওরে বেনি বাঁধের বাস্তবায়ন কমিটির গণশুনানি
৭ ডিসেম্বর ২০২৪, ৯:১৯ অপরাহ্ন |
পোস্টটি ৮২ বার পড়া হয়েছে