আজ, , ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মেধাস্থান শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নাম নিম্নে দেয়া হলো:

 

বিদ্যালয় পর্যায়ে মেধা তালিকায় ১ম হয়েছেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ঈশিতা দাশ (রাখী), ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় অহন দাস-২য়, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মারুফ আহমদ খান-৩য়, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিথিলা দাস-৪র্থ, স্বরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের মুনতাসির মাহাদি মৃদুল-৫ম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের  রিপা আফরিন এনি-৬ষ্ঠ, সৈয়দপুর গার্লস হাইস্কুলের  সৈয়দা সামিরা আহমদ-৭ম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের মাহমুদা সুলতানা মায়া-৮ম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের  শামিয়া সুলতানা খাদিজা -৯ম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের  নাহিদা অঅক্তার আনিছা -১০ম, রসুলগঞ্জ আব্দুল কাদীর উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার তায়্যিবা -১১তম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়শা করিম- ১২তম, শাহপরান মডেল হাইস্কুলের মোছা. সুমাইয়া আক্তার -১৩তম।

 

আলিয়া মাদরাসা পর্যায়ে ১ম হয়েছেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার মোছা. নূরুন নেছা, পাটকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মোছা. প্রিয়া বেগম -২য়, রসুলগঞ্জ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার জাকিয়াতুন নূর হুমায়রা -৩য়, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসার তানজিনা নিশাত-৪র্থ, পূর্ববুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদরাসার মোছা. মাছুমা চৌধুরী-৫ম, হযরত আবু বকর সিদ্দিক (রা.) সুন্নীয়া দাখিল মাদরাসার সুমাইয়া বেগম -৬ষ্ঠ, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার  ফায়াজ কবিরী-৭ম, জয়দা আরবিয়া দাখিল মাদরাসার  মো: তানভীর আহমদ-৮ম, চিলাউড়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার মোছা. নাদিরা বেগম-৯ম, রসুলপুর বনগাওঁ ইসলামিয়া দাখিল মাদরাসার  মোছা. নাঈমা আক্তার কলি -১০ম, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার  সৈয়দ সাইদুল ইসলাম -১১তম, হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার জামিয়া নূরী -১২তম, কামড়াখাই জয়নগর আলিম মাদরাসার তাহরিমা বেগম মিম-১৩তম।

 

কওমী মাদরাসা পর্যায়ে ১ম হয়েছেন পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার  মো: আব্দুর রকিব, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদরাসার মো: কামাল হুসাইন-২য়, পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার  নাজিম উদ্দিন -৩য়, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদরাসার মো: মুস্তাকীম আহমদ -৪র্থ, বড়কাপন ও আধুয়া ই,দাদুল উলুম মাদরাসার  মো: নূরুল আলম -৫ম, কুবাজপুর দারুল উলুম মাদরাসার মোবাশ্বির ইসলাম রাহাত -৬ষ্ঠ, সৈয়দ শাহ শামছুদ্দিন (রহ) দারুল হাদিস মাদরাসার সৈয়দা নাফিসা ইসলাম- ৭ম, ইসহাকপুর লুদরপুর দারুল হাদিস মাদরাসার তোফাজ্জল ইসলাম-৮ম স্থান অর্জন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ