সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৩ টায় সুনামগঞ্জে মডেল মসজিদ প্রাঙ্গণে জেলা শাখার সভাপতি মুফতী আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের পরিচালনায় মাসিক নির্বাহী বৈঠকে বক্তব্য রাখেন জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে মাওলানা ওয়ারিছ উদ্দীন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা সোলাইমান হেকিম, মাওলানা আবদুল খালিক, মাওলানা কামাল উদ্দীন, ডা. মাওলানা আতাউর রহমান, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা সাজাওয়ার রহমান, হাফিজ এনামুল হক, মাওলানা মুখলিছুর রহমান, কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা ছমির উদ্দীন সালেহ, হাফিজ ফেদাউর রহমান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আলী নেওয়াজ, হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, মুহাম্মদ তাজুল ইসলাম প্রমূখ। মাসিক নির্বাহী সভা শেষে সুনামগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (রহ:)এর মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা শাখার নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন মুশতাক আহমদ গাজীনগরীকে যারা হত্যা করেছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।



























