ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল এলাকায় মধুমতি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নবগঠিত দলের আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী। সাইফুর রশিদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাদেরকে কিংস্ পার্টির অংশ হিসেবে বিবেচনা না করে দেশের একটি গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া। তারা এই ধারণা থেকে বের হয়ে জনগণের ভোটে নেতা নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে নতুন ঘোষিত বিজিপি দল ৩২টি প্রস্তাবনাও বাস্তবায়নের ঘোষণা দেয়। এসময় উপস্থিত ছিলেন দলের তিন যুগ্ম-আহ্বায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী প্রমুখ।