আজ, , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত ১৫, বাড়ি ভাঙচুর «» আল্লাহ তায়ালার প্রিয় হওয়ার জন্য যে গুণ জরুরি «» শান্তিগঞ্জে মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান «» সম্পত্তির লোভে পিতাকে ছেলের নির্যাতন «» বিশ্বনাথে গণমাধ্যম কর্মীদের সাথে মির্জা আসহাব বেগের মতবিনিময় «» একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন «» ইতালি স্পন্সর ভিসায় শ্রমিক নেবে ৪ লাখের বেশি «» সুনামগঞ্জে ভোটের মাঠে সর্বাধিক জনপ্রিয় সাংবাদিক নেতা আল হেলাল «» মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ «» শান্তিগঞ্জে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ





পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৯ বস্তা টাকা

ডেস্ক রিপোর্ট :: খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। বাক্স থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭ টায় ১১টি বাক্স খোলা হয়। পরে গণনার জন্য বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সকাল ৮টা থেকে সেখানে চলছে গণনা। দিনভর গণনা শেষে সন্ধ্যায় দানের পরিমাণ জানা যাবে। টাকা ছাড়াও স্বর্ণ, রূপাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রতি তিন মাস পর বাক্স খোলা হলেও এবার ৩ মাস ১৪ দিন পর খোলা হয়েছে। দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, কিশোরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী সার্জেন্ট বিপ্লব, জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, পাগলা মসজিদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, গণনায় মাদ্রাসার ২৮২ জন শিক্ষার্থী, ৩৬ জন শিক্ষক ও স্টাফ,৭৫ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেছে। পাগলা মসজিদের দান সিন্ধুক থেকে টাকা, স্বর্ণ, রূপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও আল্লাহর কাছে মনবাসনা পূরণে চিঠি লিখে থাকেন অনেকেই। এবারও এমন বেশ কিছু চিঠি পাওয়া গেছে। এর আগে সর্বশেষ গত ১৭ আগস্ট পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছিল। তখন তিন মাস ২৬ দিনে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এছাড়া দানবাক্সে বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ