আজ, , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত ১৫, বাড়ি ভাঙচুর «» আল্লাহ তায়ালার প্রিয় হওয়ার জন্য যে গুণ জরুরি «» শান্তিগঞ্জে মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান «» সম্পত্তির লোভে পিতাকে ছেলের নির্যাতন «» বিশ্বনাথে গণমাধ্যম কর্মীদের সাথে মির্জা আসহাব বেগের মতবিনিময় «» একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন «» ইতালি স্পন্সর ভিসায় শ্রমিক নেবে ৪ লাখের বেশি «» সুনামগঞ্জে ভোটের মাঠে সর্বাধিক জনপ্রিয় সাংবাদিক নেতা আল হেলাল «» মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ «» শান্তিগঞ্জে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ





আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে আলিফের বাবা জামাল উদ্দিন মামলা দায়ের করেছেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, চন্দন দাস, আমান দাস, শুভ কান্তি দাস, রনব, বিকাশ, রমিত, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, লালা, সোহেল দাশ, শিব কুমার, গনেশ, রাজ কাপুর, পপি, দেব, অজয় প্রমুখ। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয়। তারা এ সময় বিক্ষোভ শুরু করে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আদালত ভবনের মূল ফটকের সামনে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে হত্যার অভিযোগে গ্রেপ্তার আটজন রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ