নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের কান্দাগাঁও পয়েন্টে উপজেলা সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় সভাপতি হিসাবে হফিজ সাব্বির আহমদকে,সাধারণ সম্পাদক সাজুল ইসলাকে ও হাফেজ জাকির আহমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস শিমুলবাক ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি হুমায়ূন রাফীক, সহ সাধারণ সম্পাদক কাওসার আলম,সহ সাংগঠনিক আলী রাজ,প্রচার সম্পাদক মেরাজুল ইসলাম জুয়েল, বায়তুলমাল সম্পাদক নাওলানা মাসুম আহমদ প্রমূখ। কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন, সাব্বির আহমেদ, রইছ মিয়া, শামছুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, সবার জন্য মোনাজাত করা হয়।
শান্তিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস শিমুলবাক ইউনিয়ন শাখার কমিটি গঠন
২৯ নভেম্বর ২০২৪, ৮:১১ অপরাহ্ন |
পোস্টটি ৭১ বার পড়া হয়েছে