নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় পঞ্চম শ্রেণি ও ইবতেদায়ী শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় বারের মতো আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন ও ৩টি ইবতেদায়ী প্রাথমিক শাখাসহ মোট ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নস্থ খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যথা সময়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তথ্যটি নিশ্চিত করেছেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়া ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদার।
বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তি ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৪, ৫:২৬ অপরাহ্ন |
পোস্টটি ৩৫ বার পড়া হয়েছে