আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





শান্তিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস জয়কলস ইউনিয়ন শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনীর সভাপতিত্বে, মাওলানা এনামুল হকের পরিচালনায় ইউনিয়ন শাখার কমিটি গঠনে

প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ। আলোচনা সভা শেষে ২০২৪-২০২৬ শেষনে জয়কলস ইউনিয়ন শাখা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মৌলভী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হিসাবে মৌলভী ক্বারী শফিক আহমদ ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মাওলানা এনামুল হককে নির্বাচিত করে ১১ সদস্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নির্বাহী সভাপতি মাওলানান আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সভাপতি মৌলভী ক্বারী আসকর আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা নুরুল আমীন, সদস্য মাষ্টার আব্দুল গফফার, হাফিজ আব্দুল মুকিত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ