“বাংলাদেশ আওয়ামী লীগ” নামে একটি ফেইসবুক আইডি থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার একটি পোস্টের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেন, পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার ঘৃণ্য সংস্কৃতি এদেশে চালু করেছিল ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ। দীর্ঘ ১৬ বছর এই বাহিনীকে দিয়ে এহেন কোনো কাজ নেই যা আওয়ামী লীগ করে নাই।তারা গুম-খুন, লুটতরাজসহ জুলুমের ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি এদেশে চালু করে জনগনকে আয়নাঘরের মতো জুলুমের ঘরও দেখিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পতনের পর উপদেষ্টা সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে কোনো প্রশ্ন না থাকলেও আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের অংশ হিসেবেই প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্ঠায় লিপ্ত। আমরা আওয়ামী লীগের এহেন মিথ্যা প্রচারণা ও গুজবের প্রতিবাদ জানানোর পাশাপাশি আওয়ামী ফ্যসিবাদের দোসর, দুর্নীতিবাজ ও অপরাধীদের গ্রেপ্তাতার করে বিচারের আওতায় এনে এদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
২৭ নভেম্বর ২০২৪, ৩:০৭ পূর্বাহ্ন |
পোস্টটি ২৭৯ বার পড়া হয়েছে