ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই -আগষ্ট বিপ্লবে অংশ গ্রহণকারি রাজনৈতিক দলের উপজেলার নেতৃবৃন্দের সাথে জুলাই-আগষ্ট বিপ্লবে প্রত্যাশা, প্রাপ্তি ও আজকের প্রেক্ষিতঃ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার- এর পরিচালনায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মুফতি আকমল হুসাইন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমীর মাওলানা লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম (ওয়াক্কাস) জগন্নাথপুর উপজেলা আহবায়ক হাফিজ সৈয়দ ওযায়রুল হক মমনু, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা শামসুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জামায়াত নেত, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (ওয়াক্কাস) জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক মাওলানা ওয়ালি উল্লাহ ওলি। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল বাসিত, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, জগন্নাথপুর পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান, মজলিস নেতা ওলিউর রহমান, জমিয়তে উলমায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মুহাম্মদ ওয়ালিউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন- এর সভাপতি মোঃ দিলওয়ার হোসেন প্রমুখ।
সভায় নিম্ন বর্ণিত সিদ্ধান্ত সমুহে সর্বদলীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হন, ১. ঐক্যবদ্ধ আঞ্চলিক প্লাটফর্ম তৈরী করার ভুমিকা রাখা। ২. মামলা বানিজ্য বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ। ৩. মেলা ও যাত্রা পালার নামে নাচ গান অশ্লীলতা ও বেহায়াপনা বন্দ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ৪. নিরপরাদ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় সেজন্য প্রশাসনের সাথে আলোচনা করা। ৫. ইস্কন সন্ত্রাসী দ্ধারা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ ইস্কন নিষিদ্ধ করার আহবান জানান।