আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





আমরা কারোও চোখ রাঙানোকে ভয় করি না- জমিয়তের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী

ডেস্ক রিপোর্ট :: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার। আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। বাংলাদেশে আমরা হঠাৎ ভেসে আসি নাই আমাদের বয়স ১০৪ বছর। আমরা কারোও চোখ রাঙানোকে ভয় করি না। আধিপত্যের বিরূদ্ধে লড়াই করেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে ভারতের আধিপত্যের বিরূদ্ধে লড়াই হয়েছে। ওয়াশিংটনকে স্বাগত জানানোর জন্য নয়। তিনি রোববার (৩১ আগস্ট) বিকেল ৪ টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ রমিজ উদ্দীনের সভাপতিত্বে ও যুব জমিয়তের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।

 

কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব আরো বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি। তিনি বলেন, এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাবনা বললেও ছাত্র-জনতার আন্দোলনের মূখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের মতাদর্শ রেখে গেছে।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মুফতি খায়রুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালিন সভাপতি মঈন উদ্দিন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ