জগন্নাথপুর- সৈয়দপুরে জমিয়তের তালহা আলমের সমাবেশে আন্দোলন সংগ্রামের প্রাপ্য হিসেবে সুনামগঞ্জ- ৩ আসনে ধানের শীষ চাই
- Update Time : ০২:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিবেলে উপজেলার সৈয়দপুর বাজারে হাজারো লোকের সমাগমে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জমিয়তের আহবায়ক হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্ব জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ ওজায়রুল হক মমনু, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি এম খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জগন্নাথপুর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসেন আহমদ, জেলা ও উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সুজাদ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সৈয়দ একরামুল ইসলাম প্রমুখ। শত শত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তারা আবারো বিএনপির কাছে সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়ন দাবি করেন। জমিয়ত নেতৃবৃন্দ বলেন, সৈয়দ তালহা আলম নির্বাচন করলে এই আসনে কারচুপি না হলে বিজয় আসন্ন। জমিয়তের কেন্দ্রীয় নেতা সৈয়দ তালহা আলম বলেন, তিনি সৈয়দপুর- শাহারপাড়ার সন্তান। তিনি দলমতের উর্ধ্বে সবার দোয়া ও সমর্থন চান। আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে তিনি খেদমতের সুযোগ চান। প্রধান মেহমান জমিয়ত নেতা মাওঃ নুরুল হক বলেন, বিএনপির কাছে আন্দোলন সংগ্রামের প্রাপ্য হিসেবে সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষ চাই। প্রধান বক্তা হাফিজ রশিদ আহমদ বলেন, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। আশা করেছি বিএনপি আমাদের দাবিকৃত সুনামগঞ্জের ১ ও ৩ আসনসহ দাবিকৃত ৪-৪টি আসন উপহার দিবে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জমিয়ত নেতৃবৃন্দ সহ সবাই এক সুরে দলমত নির্বিশেষে তালহা আলমকে আগামীতে প্রার্থী চান।



























