বাঁশ থেকে কঞ্চি বড়
গাছ থেকে বড় ডাল,
কাঠ থেকে পিন বড়
নৌকায় বড় পাল।
দা থেকে কাঁচি বড়
বাবা থেকে বড় ছেলে,
তাইতো সমাজ নষ্ট এখন
বসে দাবা তারা খেলে।
মা থেকে মেয়ে বড়
শ্বাশুড়ি থেকে বড় বউ,
উচিত কথা এ সমাজে
বলেনা আর কেউ।
স্বামী থেকে স্ত্রী বড়
যেন বাঘের উপরে টাগ,
হাসি মুখে লালন করে
তবও করেনা সে রাগ।
শিক্ষক থেকে ছাত্র বড়
শ্রদ্ধাবোধ আর নাই,
এ জনমে ভালো শিক্ষা
বল কোথায় গেলে পাই?
ঘোড়া থেকে সাওয়ার বড়
সুই থেকে বড় সুতা,
তাইতো রঙ্গিন ফুল হলোনা
সখের রোমাল গাঁথা।
কবি- গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ
০১৭১১-৭০০৫২৯










