আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





স্বর্ণ হয়না : এম এ আসকর

কয়লা কখনও হয়না স্বর্ণ
হিরা হয়না তামা,
ছেঁড়া কাপড় হয়না পর্দা
গায়ের হয়না জামা।

 

গাঁধা পিটলে হয়না ঘোড়া
কালো হয়না লাল,
ডুমুর কখনও ফল হয়না
ব্যাঙে হয়না তাল।

 

কাক কখনও হয়না কোকিল
এটা কাকের অভিনয়,
জন্ম থেকে ব্যর্থ সে যে
পায় নাকো জয়।

 

টক কখনও নয় মিষ্টি
আকাশ সদা নীল,
মহৎ যদি হতে পার
থাকবে হয়ে সীল।

 

কবি- গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ
০১৭১১-৭০০৫২৯

এখানে ক্লিক করে শেয়ার করুণ