জগন্নাথপুরে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন
- Update Time : ০৩:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এজহার ভুক্ত আসামী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামছুল ইসলাম জাবিরকে হত্যার উদ্দেশ্যে ঘোষিত ছাত্রলীগের এজহার ভুক্ত চিহ্নিত সন্ত্রাসীরা গভীর রাতে হামলার প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সৈয়দপুর বাজারে স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দপুরে ছাত্রলীগের এজহার ভুক্ত আসামী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বলেন, শান্তিপ্রিয় সৈয়দপুর গ্রামকে সন্ত্রাসীরা দীর্ঘ দিন যাবত অশান্ত করে রেখেছে। চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে সর্বস্তরের তৌহিদি জনতাকে নিয়ে থানা গেরাও করা হবে। ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান কামালীর সভাপতিত্বে ও রাহিন তালুকদার, মাওঃ আক্তার হোসেন, মির্জা মুসতাকিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা মাওলানা সৈয়দ রশিদ আহমদ, জামায়াত নেতা সৈয়দ আব্দুল আলী, বিএনপি নেতা সৈয়দ খায়রুল ইসলাম, জমিয়ত নেতা মাওঃ নাঈম আহমদ, জমিয়ত নেতা মাওঃ হাবীব সালেহ, জামায়াত নেতা মাওঃ এমরান কামালী, যুবদল নেতা আব্দুল হক কামালী, মাওঃ ইয়াকুব, জামায়াত নেতা সৈয়দ ফখরুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আহাদ, মাওঃ হোসাইন আহমদ প্রমূখ। এ সময় বিশাল মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।



























