আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বাবা : এম এ আসকর

বাবা হলেন বট বৃক্ষ
বাবা মাথার ছায়া,
এ জনমে বাবার মত
কে করিবে মায়া।

 

বাবা হলেন অন্ধকারে
পথ দেখানো আলো,
কষ্ট দিয়ে বাবার মুখ
না করিও কালো।

 

বাবা হলেন ভোরের রবি
ঘুম পাড়ানোর গান,
বাবার কন্ঠে মধুর বাণী
দেয় জুড়িয়ে প্রাণ।

 

বাবা হলেন ঝড় তুফানে
আমার সুখের সান্ত্বনা,
বাবা হলেন আমার পরিচয়
আমার আসল ঠিকানা।

 

শত কষ্টের মধ্যে বাবা
রাখেন মুখে হাসি,
তাইতো বাবা সবার সেরা
বাবা তোমায় ভালোবাসি।

 

দুঃখ প্রকাশ করছি আমি
আমার বাবা নাই,
বাবা বিনে বাবার আদর
বল কোথায় গেলে পাই?

 

দুঃখ দিওনা যাতনা দিওনা
বাবার কদর কর,
তবেই তুমি সফল হবে
হবেই তুমি বড়।

 

কবি- গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ
০১৭১১-৭০০৫২৯

এখানে ক্লিক করে শেয়ার করুণ