বিশ্বনাথ পৌরসভায় সিডস অব সাদাকার গভীর নলকূপ স্থাপন ও উদ্বোধন
- Update Time : ১০:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, বৃটেন প্রবাসীদের প্রতিষ্ঠিত সিডস অব সাদাকাহ আমাদের এই অজপাঁড়া গাঁয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় যেভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে তাদের সেই কাজগুলো প্রশংসার দাবী রাখে। এই সংগঠনে সাথে জড়িত হয়ে যাহারা অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই এবং সংগঠনের সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি আমাদের সমাজে আরো যে সব সংগঠন আছে বা আমাদের সমাজে যারা বিত্তশালী আমরা সবাই যদি মানুষের সেবায় এগিয়ে আসি তাহলে এই দেশের মানুষের অভাব মুছে যাবে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের বৃহত্তর সত্তিশে সিডস সাদাকাহ কর্তৃক কমিউনিটি মেগা প্রজেক্টের ৩টি গভীর নলকূপ স্থাপন পরবর্তী উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সমাজ সেবক এইচ এম আখতার ফারুক, মাস্টার ইমাদ উদ্দিন, আব্দুস সোবহান, মোহাম্মদ মতিউর রহমান, জাহেদুর রহমান, মাস্টার বাবুল মিয়া, আবু সাঈদ, ডাঃ কাওসার আহমেদ, আরাফাত আলী ও সাদিকুর রহমান প্রমূখ।



























