আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





পালানোর পথ নাই : এম এ আসকর

পা পা করে যাচ্ছি হেটে
সময় হাতে নাই,
যাত্রা আমার, সামনে বিরতি
পালানোর পথ না- পাই।

 

আসামী আমি, ওয়ারেন্ট আছে
খুঁজছে আইনের দল,
পেয়ে যাবে যখন আমায়
চলরে এবার চল।

 

সেথায় যাব, সেথায় থাকবো
আমি একা একা,
আমার সাথে এ কারাগারে
হবেনা করোও দেখা।

 

পাশে গিয়ে বন্দীশালার
দোয়া করিও ভাই,
আমি যেন কয়েদ থেকে
তোমায় দেখতে পাই।

 

কবি- গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ
০১৭১১-৭০০৫২৯

এখানে ক্লিক করে শেয়ার করুণ